News71.com
 International
 26 Jan 18, 06:12 AM
 138           
 0
 26 Jan 18, 06:12 AM

ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।।

ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে ইরানের সরবরাহ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দূতরা আগামী সোমবার ওয়াশিংটনে যাবেন এবং হোয়াইট হাউসে তারা বৈঠক করবেন। কূটনীতিকরা একথা জানান। কূটনীতিকরা জানান,দূতরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও আশা করা হচ্ছে। এদিকে মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের প্রচেষ্টা চালাচ্ছে।

মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি ‘অকাট্য’ প্রমাণ হিসেবে ক্ষেপণাস্ত্রের একটি খণ্ড উপস্থাপন করে। গত নভেম্বর মাসে সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তা ছিল ইরানের তৈরী। এ প্রেক্ষিতে হ্যালি ওয়াশিংটনের একটি সামরিক ঘাঁটির গুদামে সংরক্ষিত ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ দেখতে জাতিসংঘ দূতদের আমন্ত্রণ জানান। গত মাসে এক সংবাদ সম্মেলনে হ্যালি বলেন,এ প্রমাণ অকাট্য। কেননা,ক্ষেপণাস্ত্রটিতে ‘মেড ইন ইরান’ লেখা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন