News71.com
 International
 25 Jan 18, 11:56 AM
 126           
 0
 25 Jan 18, 11:56 AM

মিয়ানমারের কাচিনে তীব্র সংঘর্ষ।।পালাচ্ছে হাজার হাজার মানুষ

মিয়ানমারের কাচিনে তীব্র সংঘর্ষ।।পালাচ্ছে হাজার হাজার মানুষ


আন্তর্জাতিক ডেস্কঃ রাখাইনের পর এবার মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় বিদ্রোহীগোষ্ঠী ও স্বাধীনতাকামীদের সংগঠন কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির (কেআইএ) সদস্যরা।সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় কাচিন জনগোষ্ঠীর হাজার হাজার পরিবার বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছেন।স্থানীয় একটি বেসরকারি সংস্থার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ তথ্য জানা যায়।

জাস্টিস অ্যান্ড পিস কমিশন নামের একটি সংগঠনের কর্মকর্তা ফাদার ভিনসেন্ট শ্যানলং বলেছেন, ১৭ জানুয়ারি থেকে সেনাবাহিনী ও কেআইএ’র মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে।প্রায় প্রত্যেকদিন সেখানে সংঘর্ষের ঘটনা ঘটছে।তিনি বলেন, সেনাবাহিনীর ক্যাম্প ও শরণার্থীদের আশ্রয় শিবির মালিখা নদী দ্বারা বিভক্ত এবং তারা একে অপরকে দেখতে পায়।সেনাবাহিনী যখন ভারী গোলাবারুদ নিক্ষেপ করে তখন তা গিয়ে পড়ছে এনদুত ইয়াং শরণার্থী শিবিরের কাছে।গ্রামবাসীরা জঙ্গলের দিকে ছুটছেন নিরাপদ থাকার জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন