আন্তর্জাতিক ডেস্কঃ চীনের মধ্য ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় তুষারঝড় অব্যাহত থাকায় দেশটির জাতীয় পর্যবেক্ষণ সংস্থা তাদের সতর্কতা পরিবর্তন করে আজ বৃহস্পতিবার দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। চীনের আনহুই, হেনান, হুবেই, হুনান, জিয়াংসু, জিয়াংজি, সাংহাই ও ঝিজিয়াংয়ের বিভিন্ন স্থানে ১০ থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের আশংকা রয়েছে বলে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) আজ বৃহস্পতিবার ও আগামী শুক্রবারের জন্য অরেঞ্জ অ্যার্লাট জারি করে।আবহাওয়া কেন্দ্র জানায়, কিছু এলাকায় আরো তিনদিনেরও বেশী সময় ধরে তুষারপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে নতুন করে ২০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে।আবহাওয়া কেন্দ্র এসব এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষকে বিভিন্ন সড়ক, রেলওয়ে, বিদ্যুত ও টেলিযোগাযোগের বিষয়ে সাবধানতামূলক পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছে।