News71.com
 International
 25 Jan 18, 11:59 AM
 147           
 0
 25 Jan 18, 11:59 AM

সুনামির আশঙ্কা।।জাপানে আবারও ৬.৪ মাত্রায় ভূমিকম্প।  

সুনামির আশঙ্কা।।জাপানে আবারও ৬.৪ মাত্রায় ভূমিকম্প।   

আন্তর্জাতিক ডেস্কঃ আবারও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৪।গত দু’দিনের মধ্যে এই নিয়ে পরপর দু’বার বড়সড় ভূমিকম্প হল জাপানে।জানা গেছে, জাপানের স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টা ৫০ মিনিটে এই কম্পন অনুভূত হয়। হোনসু দ্বীপ থেকে ১০৩ কিলোমিটার উত্তর-পূর্বে কম্পনের উৎসস্থল। ভূপৃষ্ঠ থেকে ২৪ মাইল গভীরে উৎপত্তি হয়েছে কম্পনের। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হোনসু ও হোক্কাইডুর বাসিন্দারা এই কম্পন বুঝতে পারেন। সুনামির আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। উপকূল এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।গত ২৪ ঘণ্টায় ওই এলাকায় দুটি অগ্ন্যুৎপাতের ঘটনাও ঘটে। এছাড়া, কুসাৎসু-শিরানে এলাকায় ভূমিধস নেমেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন