News71.com
 International
 25 Jan 18, 11:55 AM
 131           
 0
 25 Jan 18, 11:55 AM

আসন্ন কলকাতা বইমেলায় আত্মপ্রকাশ করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আরও ৫টি নতুন বই  

আসন্ন কলকাতা বইমেলায় আত্মপ্রকাশ করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আরও ৫টি নতুন বই   

আন্তর্জাতিক ডেস্কঃ মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং ভারতের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের প্রধান। তবে রাজনীতির বাইরেও লেখালেখিতে তিনি বেশ পারদর্শী। আগামী ৩১ জানুয়ারি বসছে কলকাতা বইমেলা। আসন্ন এই বইমেলা উপলক্ষে কবি সাহিত্যিকরা নতুন নতুন পত্র পত্রিকা এবং বই প্রকাশে ব্যস্ত। থেমে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। হাজারো গুরুত্বপূর্ণ কাজের মাঝে এবারও বইমেলায় আত্মপ্রকাশ করছে তাঁর লেখা পাঁচটি বই। এ যাবৎ তাঁর লেখা বইয়ের সংখ্যা ছিল ৬৫। এবার তা বেড়ে হচ্ছে ৭০টি। নতুন বইগুলির মধ্যে তিনটির কাজ একেবারে শেষ পর্যায়ে। বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের যে সংস্থা থেকে মুখ্যমন্ত্রীর বই প্রকাশিত হতে চলেছে,সেই প্রকাশক সংস্থার পক্ষ থেকৈ শুভঙ্কর দে জানালেন,তিনটি বইয়ের কভার এবং বাঁধাইয়ের কাজ চলছে দ্রুতগতিতে। আশা করা যাচ্ছে,আর কয়েকদিনের মধ্যেই ওই বইগুলি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা যাবে।

বইগুলি পাওয়া যাবে বইমেলায় তাঁদের স্টল ছাড়াও ‘জাগো বাংলা’র স্টলে। সংস্থাটির তরফে জানানো হয়েছে,ওই তিনটি বইয়ের নাম হল—‘রুদ্রাক্ষ’ শিশুবেলা’ এবং ‘আমার নবপ্রজন্ম। এর মধ্যে প্রথমটি হল কবিতার,দ্বিতীয়টি ছড়ার এবং তৃতীয়টি সাম্প্রতিক নানা ঘটনাকে ঘিরে। আর অন্য দু’টি বইয়ের পাণ্ডুলিপি ইতিমধ্যেই এসে গেছে,তারও কাজ চলছে। তবে ওই দু’টি বইয়ের নাম এখনও ঠিক হয়নি। ওই দু’টি বই হল বিশেষ প্রবন্ধের।

কলেজ স্ট্রিটের ওই প্রকাশক সংস্থার কর্ণধার সুধাংশুশেখর দে বলেন,আমরা অত্যন্ত গর্বিত যে,মুখ্যমন্ত্রী এত কাজের মাঝেও সময় বের করে লিখে চলেছেন একের পর এক বই। যা এক কথায় নজিরবিহীন। মমতা ব্যানার্জির বই ‘উপলব্ধি’ আমরাই প্রথম ছেপেছিলাম। সেই বই সুপারডুপার হিট হয়েছিল। তারপর থেকে তাঁর লেখা নানা বই আমরা ছেপে চলেছি। সমস্ত ধরনের মানুষের জন্যই রয়েছে তাঁর লেখা বই। এমনকী ছোটদের কথা ভেবে তিনি ছড়ার বইও লিখছেন। এর আগে তিনি ছোটদের জন্য লিখেছিলেন ‘মজার ছড়া’ নামে একটি বই। তাতে ছিল তাঁর লেখা ৪৫টি ছড়া।

ওই ছড়ার বইয়ে মমতা ব্যানার্জি ভূমিকায় লিখেছেন,শিশুরা আমার বরাবরই প্রিয়। শিশুদের জন্য লেখা ছড়া কবিতা ও সাহিত্য তাদের মনের বিকাশে সাহায্য করে। অন্যান্য ভাষায় শিশু সাহিত্য নিয়মিত প্রকাশ পেলেও বাংলায় কম থাকায় আমি বাংলা ভাষায় ছোট্ট ছোট্ট কচিকাঁচাদের জন্য ‘মজার ছড়া’ লিখেছি। আশা করি,তারা আনন্দ পাবে। ওই বইয়ে তিনি বলেছেন,নতুনদের সামনে রেখে এই ‘মজার ছড়া’ উপহার হিসেবে দিলাম। শিশুরা খুশি হলে আমিও খুশি...। এবার ফের বইমেলায় সেই ছোটদের জন্যই তিনি কলম ধরেছেন। সেই বইয়ে থাকছে শিশুদের মনোরঞ্জনের জন্য নানা ছড়া। যা শিশু বেশ ভালো লাগবে। এবার সেই তালিকায় সংযোজন হতে চলেছে আরও পাঁচটি বই। তাঁর লেখা ‘মানুষের জয়’ অনশন কেন’ কন্যার চোখে কন্যাশ্রী’ সেরা মমতা’ দু’টি খণ্ডে লেখা বইগুলি নতুন প্রজন্মের মধ্যে বাড়তি অক্সিজেন জুগিয়েছে বলে কবি সাহিত্যিকদের একাংশের অভিমত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন