News71.com
 International
 25 Jan 18, 11:54 AM
 142           
 0
 25 Jan 18, 11:54 AM

ব্যাপক বন্যায় প্যারাগুয়েতে জরুরি অবস্থা জারি।

ব্যাপক বন্যায় প্যারাগুয়েতে জরুরি অবস্থা জারি।

আন্তর্জাতিক ডেস্কঃ প্যারাগুয়ের রাজধানী অসানসিওনে ব্যাপক বন্যার কারণে আজ বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।প্যারাগুয়ে রিভারের বাঁধ ভেঙ্গে যাওয়ার কারণে কমপক্ষে ২০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ার এক মাস পর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হলো।অসময়ে এ ব্যাপক বন্যার কারণে বাঁধ ভেঙ্গে যাওয়ায় এর পার্শ্ববর্তী অনেক ঘরবাড়ি ভেসে যায়। মেট্রো এলাকায় প্রায় ২২ লাখ লোক বসবাস করে। দক্ষিণ আমেরিকার এ দেশের মোট জনসংখা প্রায় ৭০ লাখ।রাজধানী নগরীর কাউন্সিল জানায়, তারা বন্যা কবলিত এলাকার লোকজনের কাছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন