News71.com
 International
 24 Jan 18, 06:51 AM
 140           
 0
 24 Jan 18, 06:51 AM

ভারতের বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের ৫ বছরের কারাদণ্ড।

ভারতের বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের ৫ বছরের কারাদণ্ড।


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।আজ বুধবার পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় রাঁচির সিবিআইয়ের বিশেষ আদালত এই রায় দেন।লালুপ্রসাদ ছাড়াও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকেও দোষী সাব্যস্ত করেছেন আদালত।এই মামলায় লালুর পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জগন্নাথ মিশ্ররও পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

এর আগে ৬ জানুয়ারি পশু খাদ্য কেলেঙ্কারির দ্বিতীয় মামলায় লালুপ্রসাদ যাদবকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। এই কেলেঙ্কারিতে মোট ছয়টি মামলা রয়েছে। ফলে দুর্নীতি মামলায় লালুপ্রসাদ যাদবের সংকট আরও বাড়ল।প্রসঙ্গত. লালুপ্রসাদ বর্তমানে ৯৫০ কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হয়ে বিরসা মুন্ডা জেলে সাড়ে তিন বছরের কারাদণ্ডের মেয়াদ কাটাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন