আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানিতে একটি ছোট প্লেন ও হেলিকপ্টারের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে।আজ বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফিলিপসবার্গ শহরে একটি নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। একটি উদ্ধারকারী হেলিকপ্টার প্রশিক্ষণ চলাকালীন ছোট একটি প্লেনের সঙ্গে ধাক্কা লাগলে বিস্ফোরিত হয়ে মাটিতে পড়ে যায়। এতে ৫ জনের প্রাণহানি ঘটে।স্থানীয় পুলিশের মুখপাত্র জানান, যাত্রীদের পরিচয় আমরা এখনো জানি না।এ দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়।তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে কিনা এ নিয়ে তিনি কিছু বলতে রাজি হননি। আহতদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।