আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে গতকাল মঙ্গলবার একজনের মৃত্যু ও প্রায় ১ হাজার একশ’ বাড়িঘর, ভবন ও সরকারি স্থাপনা ধ্বংস হয়েছে।আজ বুধবার দেশটির এক কর্মকর্তা একথা জানান।জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, জাকার্তার বানতেন প্রদেশ ও পশ্চিম জাভা প্রদেশে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।তিনি আরো জানান, বাতেন প্রদেশের লেবাক জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রাকৃতিক দুর্যোগটির ফলে আতঙ্কিত বেশ কিছু মানুষ নিরাপদ স্থানে চলে গেছে।