News71.com
 International
 24 Jan 18, 06:44 AM
 111           
 0
 24 Jan 18, 06:44 AM

লিবিয়ায় জোড়া গাড়িবোমা হামলায় নিহত ২২।।

লিবিয়ায় জোড়া গাড়িবোমা হামলায় নিহত ২২।।


আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে জোড়া গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার রাতে বেনগাজি শহরে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতালের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।খবরে বলা হয়, কেন্দ্রীয় শহর আল স্লেইমানির পার্শ্ববর্তী একটি মসজিদের সামনে বিস্ফোরক রাখা গাড়িটি উড়িয়ে দেওয়া হয়। একই এলাকায় পরে দ্বিতীয় গাড়িটি বিস্ফোরিত হয়। ফলে নিরাপত্তা সেবা ও নাগরিকদের মধ্যে আরো আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের মধ্যে সেনা কর্মকর্তা ও বেসামরিক নাগরিক রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।জানা গেছে, বেনগাজির আল সালমানি জেলায় মুসল্লিরা নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় প্রথম বিস্ফোরণটি হয়। এর ১০ থেকে ১৫ মিনিট পর নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে রাস্তায় থাকা একটি মার্সিডিজ গাড়িতে পরের বিস্ফোরণটি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন