News71.com
 International
 23 Jan 18, 11:34 AM
 99           
 0
 23 Jan 18, 11:34 AM

আসিয়ান-ভারত শীর্ষ সন্মেলনে যোগ দিতে চলতি সপ্তাহে দিল্লি যাচ্ছেন অং সান সু চি।

আসিয়ান-ভারত শীর্ষ সন্মেলনে যোগ দিতে চলতি সপ্তাহে দিল্লি যাচ্ছেন অং সান সু চি।

 

আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লিতে আশিয়ান-ভারতের শীর্ষ সম্মেলনে ১০ রাষ্ট্রপ্রধান যোগ দেবেন। চলতি সপ্তাহের ২৫ ও ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই সম্মেলন।এতে যোগ দেবেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিও।আশিয়ান-ভারতের সম্পর্কের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এবার দিল্লিতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব প্রীতি সারণ জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা চায় ভারত সরকার। আর আশিয়ান-ভারতের সম্পর্কের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এবার দিল্লিতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।ভারত সরকার এরইমধ্যে মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য অর্থ সাহায্যের ঘোষণা করেছে।এ বিষয়ে সু চির সঙ্গে আলাপ হতে পারে বলে সরকারি সূত্রে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন