আন্তর্জাতিক ডেস্কঃ প্রযুক্তিবিদ্যার উন্নয়নে পুরো বিশ্ব আজ হাতের মুঠোয়। এনকি উন্নত দেশগুলো তাদের সামরিক শক্তিতেও প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। আর সেই তালিকার প্রথমেই আসে চীনের নাম। জানা গেছে,নতুন ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট তৈরি করছে চীন। অপেক্ষাকৃত দীর্ঘ যুদ্ধক্ষেত্রেও কাজ করতে পারবে এটি। এই এয়ারক্রাফট হাতে এলে চীনের নৌবাহিনী আরও শক্তিশালী হয়ে উঠবে,কারণ দক্ষিণ চীন সাগরও চলে আসবে আয়ত্তে। চীনা নৌবাহিনী সাউথ চায়না সি ফ্লিটেই মোতায়েন করা হয়েছে এইচ-৬জি।
১০ বছর ধরে তৈরি হয়েছে এই এয়ারক্রাফট। যাতে থাকবে,Electronic Countermeasures (ECM) ইলেকট্রিক ফাইটার শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমে প্রভাব ফেলতে পারে। রাডার বা অন্যান্য এই ধরনের ডিভাইস কিছুক্ষণের জন্য বা চিরকালের জন্য খারাপ করে দেওয়া হয়েছে। এছাড়াও চীন একাধিক ফাইটার জেট তৈরি করেছে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য। যার মধ্যে রয়েছে জে-১৫ টাইপ ফাইটার জেট। চীনের বিমানবাহিনীর কাছে রয়েছে ওই যুদ্ধবিমান।