News71.com
 International
 23 Jan 18, 01:39 AM
 153           
 0
 23 Jan 18, 01:39 AM

লাইবেরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন সাবেক ফুটবল তারকা জর্জ উইয়া।।

লাইবেরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন সাবেক ফুটবল তারকা জর্জ উইয়া।।

আন্তর্জাতিক ডেস্কঃ লাইবেরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন সাবেক ফুটবল তারকা জর্জ উইয়া। আজ থেকে দায়িত্বভার গ্রহণ করছেন তিনি। কিন্তু তিনি কোনো পেশাদার রাজনীতিবিদ নন। তিনি আন্তর্জাতিক ফুটবলে বিখ্যাত জর্জ উইয়া। চেলসি এবং ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের পক্ষে তিনি দীর্ঘদিন খেলেছেন। তিনিই একমাত্র আফ্রিকান ফুটবলার ব্যালঁন ডি’অর পুরষ্কার জিতেছেন। জানা গেছে,মনরোভিয়ার যে স্টেডিয়ামে উইয়ার শপথ গ্রহণ করবেন,সেখানে রাত থেকেই মানুষ জড়ো হতে শুরু করেছেন। সেলেব্রিটি ফুটবলাররা এসে যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। চেলসির দিদিয়ের দ্রগবা, ক্যামেরুনের স্যামুয়েল ইতো এবং নাইজেরিয়া থেকে সানডে ওলিসে ও টারিবো ওয়েস্ট- সবাই এসেছেন। লিওনেল মেসিও এখন মনরোভিয়ায় আছেন, এরকম একটা গুজবও শোনা গিয়েছিল। কিন্তু যতই জনপ্রিয় হোন না কেন জর্জ উইয়ার সামনে রয়েছে বিরাট চ্যালেঞ্জ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন