News71.com
 International
 22 Jan 18, 06:18 AM
 167           
 0
 22 Jan 18, 06:18 AM

কলম্বিয়ায় মাটি ধসে বাস খাদে পড়ে নিহত ১৩ জন।

কলম্বিয়ায় মাটি ধসে বাস খাদে পড়ে নিহত ১৩ জন।

 

আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ায় আজ সোমবার মাটি ধ্বসে বাস গিরিখাদে পড়ে এক নবজাতক সহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ-পশ্চিমে নারিনো প্রদেশের একটি পাহাড়ি রাস্তায়।ইকুয়েডর সীমান্তের কাছাকাছি পাস্তো ও টুমাকো শহরে শক্তিশালী বাতাস আঘাত হানলে মাটি ধ্বস হয়। মাটি ধ্বসের কারণে বাসটি গিরিখাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন