আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ায় আজ সোমবার মাটি ধ্বসে বাস গিরিখাদে পড়ে এক নবজাতক সহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ-পশ্চিমে নারিনো প্রদেশের একটি পাহাড়ি রাস্তায়।ইকুয়েডর সীমান্তের কাছাকাছি পাস্তো ও টুমাকো শহরে শক্তিশালী বাতাস আঘাত হানলে মাটি ধ্বস হয়। মাটি ধ্বসের কারণে বাসটি গিরিখাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।