আন্তর্জাতিক ডেস্কঃ দারিদ্র পীড়িত ইয়েমেনের সাদা প্রদেশে সৌদি বিমান হামলায় পাঁচ শিশুসহ অন্তত সাত বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত পাঁচজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।কারণ আহতদের অবস্থা সংকটাপন্ন এবং উদ্ধার অভিযান এখনও শেষ হয়নি। এছাড়া সৌদি জঙ্গিবিমানগুলো সাদার অদূরে মাহদাহ এলাকায় অন্তত সাত দফা হামলা চালিয়েছে। সেখানে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়।রাজধানী সানার টিভি ভবনেও হামলা হয়েছে।এর ফলে ভবনের পাশাপাশি টিভি সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে। গত ডিসেম্বরেও ওই ভবনে হামলা চালিয়েছিল সৌদি আরব।ওই হামলায় অন্তত চারজন নিহত হয়