আন্তর্জাতিক ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটিয়ে ত্রিপুরা রাজ্যের পরবর্তী বিধানসভা নির্বাচনে বিজেপি ও আইপিএফটি জোট হওয়া প্রায় নিশ্চিত।বিষয়টি নিশ্চিত করেছেন আইপিএফটি দলের সভাপতি এনসি দেববর্মা।তিনি জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিজেপি ১০ আসন আইপিএফটির জন্য ছেড়ে দেবে।ত্রিপুরা রাজ্যের মোট ৬০টি বিধানসভা আসনের জনজাতি সংরক্ষিত ২০টি আসন রয়েছে।সংরক্ষিত ২০টির মধ্যে ১০টি আসন আইপিএফটিকে দেওয়া হবে।
দেববর্মা আরও জানান,আইপিএফটির রাজ্যের আদিবাসীদের জন্য সংরক্ষিত সবকটি আসন ও সাধারণ আসন থেকে আরো দু’টিসহ ২২টি আসন চেয়েছিল। কিন্তু বিজেপি তাদের মোট ১০ আসন দিতে রাজি হয়েছে।গৌহাটিতে আইপিএফটি এবং বিজেপি নেতৃত্বের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।