News71.com
 International
 22 Jan 18, 10:39 AM
 147           
 0
 22 Jan 18, 10:39 AM

পূর্ব জেরুজালেমই ফিলিস্তিনের রাজধানী হবে।।জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ

পূর্ব জেরুজালেমই ফিলিস্তিনের রাজধানী হবে।।জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ

 

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব জেরুজালেমই ফিলিস্তিনের রাজধানী হবে বলে মন্তব্য করেছেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ। গতকাল রবিবার আম্মানে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে এক বৈঠকে তিনি এমন কথা বলেন। গত জুলাই মাসে আম্মানে ইসরায়েলি দূতাবাসের প্রহরীরা দুই জর্ডানি নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় ইসরায়েল দুঃখ প্রকাশ করার পর বাদশাহ আব্দুল্লাহ এমন বিবৃতি দিলেন। ওই ঘটনায় জর্ডান সরকারের মাধ্যমে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ ডলার দিয়েছে দেশটি। খুব দ্রুত সেখানে দূতাবাসের কার্যক্রম চালু করা হবে বলেও জানিয়েছে ইসরায়েল। ইসরায়েল-ফিলিস্তিনি সংকটের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো জেরুজালেম। ১৯৮০ সালে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেছিল ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এর সমর্থন দেয়নি। আর ফিলিস্তিনিরা চায় দখলকৃত পূর্ব জেরুজালেম যেন তাদের রাজধানী হয়। এ কারণে সেখানে কোনও দেশ দূতাবাস স্থাপন করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন