News71.com
 International
 21 Jan 18, 03:48 AM
 135           
 0
 21 Jan 18, 03:48 AM

ক্যালিফোর্নিয়ায় মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত,২ সেনা নিহত।।

ক্যালিফোর্নিয়ায় মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত,২ সেনা নিহত।।


আন্তর্জাতিক ডেস্কঃ ক্যালিফোর্নিয়ায় মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাতে সুত্র এ তথ্য জানায়। এ ব্যাপারে এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জেসন ব্রাউন জানিয়েছেন,এএইচসিক্সটিফোর অ্যাপাচে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত করা হচ্ছে। কলোরাডো অঙ্গরাজ্যের ফোর্ট কারসন থেকে সেনাবাহিনীর মুখপাত্র ব্রান্ডি গিল জানিয়েছেন,প্রশিক্ষণ উপলক্ষে ফোর্ট কারসন থেকে মোহাভি মরুভূমিতে গিয়েছিল হেলিকপ্টারটি। স্থানীয় সময় রাত ১টায় বোয়িং নির্মিত এএইচসিক্সটিফোর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন তিনি। সেনাবাহিনীর আরেকজন মুখপাত্র বলেছেন,এ ঘটনায় পাইলট ও কো-পাইলট দুজনই নিহত হয়েছেন। তবে তাদের নাম প্রকাশ করেননি ওই কর্মকর্তা। এর কারণ হিসেবে তিনি বলছেন,ওই সেনা সদস্যদের পরিবারকে এখনও তাদের মৃত্যুর খবর জানানো হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন