News71.com
 International
 21 Jan 18, 03:48 AM
 141           
 0
 21 Jan 18, 03:48 AM

সম্মতি ছাড়া কোন নারীকে স্পর্শ করা যাবে না।।দিল্লি হাইকোর্ট

সম্মতি ছাড়া কোন নারীকে স্পর্শ করা যাবে না।।দিল্লি হাইকোর্ট

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে ক্রমাগত যৌন নিগ্রহের শিকার হচ্ছে নারীরা। ফলে কোন নারীর সম্মতি ছাড়া তাকে স্পর্শ করা যাবে না বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। সেই কারণেই বিকৃতমনস্ক ও ব্যভিচারি পুরুষদের হাত থেকে নারীকে রক্ষা করতে এই নতুন নির্দেশ জারি করেছে আদালত। নয় বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানির মামলা চলছিল দিল্লি হাইকোর্টে। দোষী রামকে ৫ বছরের কারাদণ্ডের সাজা দেয় আদালত/। দিল্লির মুখার্জি নগরে ২০১৪ সালে রাম নয় বছরের এক নাবালিকার শ্লীলতাহানি করেছিল। আদালত রামকে “বিকৃতকাম” পুরুষ বলে জানিয়েছে। কারাবাসের সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে আদালত। এর মধ্যে ৫ হাজার টাকা সেই নাবালিকাকে দেওয়া হবে।

এছাড়া ওই নাবালিকাকে দেওয়ার জন্য দিল্লি স্টেট লিগাল সার্ভিস অথারিটিকে ৫০ হাজার টাকা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত জানিয়েছে,নারীদের শরীর তাদের নিজস্ব। এর উপর শুধু তার অধিকার রয়েছে। বাকিদের সেখানে অনুমতি নেই। সেই নারীর অনুমতি ছাড়া কেউ তার শরীর স্পর্শ করতে পারে না। তা সে যে কোনও কারণেই হোক না কেন। আদালত আরও জানিয়েছে,ভারতের মতো উদারমনস্ক,প্রগতিশীল ও প্রযুক্তিতে উন্নত একটি দেশে নারীদের ওপর এমন ঘটনা কাম্য নয়। পাব্লিক ট্রান্সপোর্ট, ভিড় বাজার, বাস, মেট্রো, সিনেমা হল, থিয়েটারে পুরুষদের লালসার শিকার হয় প্রাপ্তবয়স্ক নারীরা ও ছোটো মেয়েরা। এটা খুব দুর্ভাগ্যজনক বিষয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন