আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে গতকাল শুক্রবার রাতে সরকারি বাহিনীর অভিযানে দুই কমান্ডারসহ অন্তত ১৫ তালেবান জঙ্গি নিহত হয়েছে।আজ শনিবার স্থানীয় একজন কর্মকর্তা এ কথা জানান।আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের চাহার দারা জেলায় নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সামরিক অভিযান শুরু করেছে। এতে জঙ্গিগোষ্ঠী তালেবান দুই জ্যেষ্ঠ কমান্ডারসহ ১৫ জঙ্গি নিহত ও অপর সাত জন আহত হয়েছে।