নিউজ ডেস্কঃ অফিসার্স ক্লাব ঢাকার যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম। সর্বাধিক ভোট পেয়ে এই প্রথমবার সংগঠনটির যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হলেন তিনি। বিসিএস ১১তম ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদে কর্মরত আছেন। এর আগে উপসচিব পদে থাকাকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ছিলেন তিনি। মোঃ জাহাঙ্গীর আলম রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দীন মণ্ডলের পুত্র। তিনি ঢাকাস্থ পীরগঞ্জ সমিতির সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন।