আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মুর্শিদাবাদে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। মুর্শিদাবাদের বেলডাঙার নয়ানজুলিতে আজ শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।ধারণা করা হচ্ছে কুয়াশাচ্ছন্ন ভোরে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়৷দুর্ঘটনার পর সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ইতোমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পরে বলেও আশঙ্কা করা হচ্ছে।