আন্তর্জাতিক ডেস্কঃ কিংবদন্তি ফুটবলার পেলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ব্রাজিলীয় সময় শুক্রবার রাতে হঠাৎ শারীরিক অবনতি হওয়ায় সাও পাওলোয় হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন এই ফুটবল সম্রাট।পেলের সপ্তাহান্তে লন্ডনে তার সম্মানে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশেনের (এফডব্লিউএ) আয়োজিত এক নৈশভোজে অংশ নেওয়ার কথা ছিল। সেখানে ফুটবল সম্রাটকে সম্মান জানানোর কথা ছিল সংস্থাটির। কিন্ত হঠাৎ অসুস্থ হওয়ায় তার লন্ডন যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। পেলের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে।জানানো হয়, তাকে স্যালাইন দেওয়া হচ্ছে এবং চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন।এর আগেও কিডনি ও প্রস্টেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে।