News71.com
 International
 20 Jan 18, 11:33 AM
 130           
 0
 20 Jan 18, 11:33 AM

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জিম্বাবুয়ের বিরোধী দলের নেতা রয় বেনেট ও তার স্ত্রীসহ তিন জন নিহত।

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জিম্বাবুয়ের বিরোধী দলের নেতা রয় বেনেট ও তার স্ত্রীসহ তিন জন নিহত।

আন্তর্জাতিক ডেস্কঃ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জিম্বাবুয়ের বিরোধী দলের নেতা রয় বেনেট ও তার স্ত্রী মারা গেছেন। নিউ মেক্সিকোর পাহাড়ি এলাকায় গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ওই দুর্ঘটনায় হেলিকপ্টারের আরও তিন আরোহীর মৃত্যু হয়েছে।স্থানীয় কর্তৃপক্ষ আজ শনিবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করে।তার রাজনৈতিক দল মুভমেন্ট ফর ডেমক্রেটিক চেঞ্জ (এমডিসি) এর নেতা বেনেটের (৬০) দল থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। মৃত্যুর খবর নিশ্চিত করে আজ এক টুইটে এমডিসি নেতা ডেভিড কলটার্ট লেখেন, আমি এই মাত্র তিনটি বিশ্বস্ত সূত্র থেকে উত্তর আমেরিকায় হেলিকপ্টার দুর্ঘটনায় রয় এবং হিদার বেনেটের দুঃখজনক মৃত্যুর খবর পেলাম। তাদের মত দুইজন দেশভক্তের মৃত্যুর খবরে আমি বিধ্বস্ত।তাদের পরিবার ও স্বজনদের জন্য আমার সমবেদনা রইলো।তবে হেলিকপ্টার দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে এক আরোহী বেঁচে যান। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন