News71.com
 International
 20 Jan 18, 12:14 PM
 110           
 0
 20 Jan 18, 12:14 PM

পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত বাংলার মানুষের অপমান মনে করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত বাংলার মানুষের অপমান মনে করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলায় আটটি লোকাল ট্রেনের রুট বন্ধের ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷এই খবর সামনে আসতেই সমালোচনা শুরু করেন নিত্যযাত্রীরা৷ সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম লাইফলাইন লোকাল ট্রেন৷ কম খরচ ও কম সময়ে অনেক দূর যাতায়াত করা যায় লোকাল ট্রেনে৷ তাই কেন্দ্রের এই সিদ্ধান্ত মোটেই জনমুখী নয়৷সাধারণ মানুষের এই সমস্যার কথা বুঝতে পেরে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷এই ঘটনাকে তিনি বাংলার মানুষের অপমান হিসেবে ব্যাখ্যা করেন৷ রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কেন্দ্রের বিজেপি শাসিত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ।


জানা যায়, এ রাজ্যের শহরতলীর আটটি লোকাল ট্রেনের রুট বন্ধ করে দিতে চায় রেলমন্ত্রক৷এ নিয়ে রেলমন্ত্রকের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে মুখ্যসচিবের কাছে৷সেখানে জানানো হয়, কল্যাণী-কল্যাণী সীমান্ত, সোনারপুর-ক্যানিং, শান্তিপুর-নবদ্বীপ, বারাসত-হাসনাবাদ, বালিগঞ্জ-বজবজ, বারুইপুর-নামখানা, বর্ধমান-কাটোয়া, ভীমগড়-পলাশস্থলীর রুট বন্ধ করে দিতে চায় কেন্দ্র৷ ওই রুটগুলি অলাভজনক হওয়ায় রেলমন্ত্রক এমন সিদ্ধান্ত নিতে চলেছে বলেও ওই চিঠিতে রাজ্যকে জানানো হয়েছে।এর প্রতিবাদে কেন্দ্রকে রাজ্য সরকারের তরফে প্রতিবাদপত্র পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন