News71.com
 International
 19 Jan 18, 11:11 AM
 141           
 0
 19 Jan 18, 11:11 AM

ব্রিটেনে প্রথম মুসলিম নারী মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতীয়-বংশোদ্ভূত নুস ঘানি।।

ব্রিটেনে প্রথম মুসলিম নারী মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতীয়-বংশোদ্ভূত নুস ঘানি।।

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের ইতিহাসে প্রথম মুসলিম নারী মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন নুস ঘানি। নুস ঘানি ভারতীয়-বংশোদ্ভূত বলে জানা গেছে। তিনি গত সপ্তাহে এ দায়িত্ব পান। ভারতের কাশ্মীর থেকে ব্রিটেনে অভিবাসন নেয়া বাবামায়ের সন্তান ঘানি। তবে তার জন্ম বার্মিংহামে। ২০১০ সালে ওই এলাকা থেকে কনজারভেটিভ পার্টির প্রার্থী হওয়ার আগে ঘানি ব্রিটেনে বৃদ্ধদের সহায়তা ও স্তন ক্যান্সারের প্রাদুর্ভাব মোকাবিলার জন্য অর্থ সংগ্রহের কাজ করেন। এছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ডেও কাজ করেছেন তিনি। নুস ঘানি কনজারভেটিভ পার্টির প্রথম মুসলিম নারী এমপি হিসেবে ২০১৫ সালে নির্বাচিত হন। ২০১৭ সালের নির্বাচনে জিতে ইতিহাস গড়েন তিনি।

হাউস অব কমনস-এ মন্ত্রী হিসেবে প্রথম অংশ নেওয়ার পর টুইটারে তিনি লেখেন,যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হিসেবে আমার সূচনায় একটি ছোট ইতিহাস হয়ে গেছে। প্রথম মুসলিম নারী হিসেবে হাউস অব কমনসের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দিয়েছি। প্রসঙ্গত,প্রধানমন্ত্রী থেরেসা মে রদবদলের অংশ হিসেবে ৪৫ বছর বয়সী নুস ঘানিকে গত সপ্তাহে পরিবহন মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন