News71.com
 International
 19 Jan 18, 10:57 AM
 146           
 0
 19 Jan 18, 10:57 AM

আবারও ট্রেন চলাচল শুরু হচ্ছে পাকিস্তান ও ইরানের মধ্যে।।  

আবারও ট্রেন চলাচল শুরু হচ্ছে পাকিস্তান ও ইরানের মধ্যে।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ফের রেলপথে যোগাযোগ শুরু হচ্ছে পাকিস্তান-ইরানের মধ্যে। চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই এই ট্রেন চলাচল শুরু হবে বলে মনে করছে ইসলামাবাদ। নিরাপত্তার বেষ্টনীতেই এই যাত্রা শুরু করা হবে বলে জানা গেছে। ইসলামাবাদ আশাবাদী এই ট্রেন যোগাযোগ দুই দেশের সম্পর্কের বন্ধনকে আর সুদৃঢ় করবে। দুই দেশের রেলমন্ত্রালয়ের মধ্যে আলোচনা হয়েছে। সেই বৈঠকেই স্থির হয় ট্রেন চলাচলের বিষয়টি। বৈঠকে স্থির হয়েছে দুদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করা হবে নতুন করে। তবে প্রতিদিন নয়। ট্রেন চলবে ১৪ দিন পরপর বা পাক্ষিক হিসেবে। পাকিস্তানের কোয়েট্টা থেকে ছেড়ে বিশেষ ট্রেনটি যাবে ইরানের কোওম বা মাসাদ পর্যন্ত। ১৯৫৯ সালের রেল চুক্তি ওই বৈঠকে খতিয়ে দেখা হয়। দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে ১৫টি মালবাহী ট্রেনও চালানোর কথা ভাবনাচিন্তা করা হচ্ছ। এই মালবাহী ট্রেন গুলি চলবে কোয়েট্টা থেকে জাহেদান পর্যন্ত।

২০১৭ সালের অক্টোবর মাসে পাকিস্তান ও ইরানের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়। সেই মউতে দুদেশের সীমান্তবর্তী নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বছর দুয়েক আগেই, ইরান ও পাকিস্তানের মধ্যে মালবাহী ট্রেন সার্ভিস উদ্বোধন করা হয়। এই ট্রেন সার্ভিস ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর জাহেদান থেকে পাকিস্তানের কোয়েটার মধ্যে চলাচল করত। পাকিস্তান-ইরান চুক্তি অনুযায়ী পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে ১০ থেকে ৩০ শতাংশ ছাড় দেওয়া হবে বলেও জানা গেছে৷ ইরানের রেলপথ নেটওয়ার্ককে মালবাহী কার্গো ট্রানজিটের জন্য ব্যবহারের কথা মধ্য এশিয়ার দেশগুলো ভাবছে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন