News71.com
 International
 19 Jan 18, 02:31 AM
 129           
 0
 19 Jan 18, 02:31 AM

ইন্দো-প্যাসিফিক রিজিয়নে বিধ্বংসী শক্তি চীন।।যুক্তরাষ্ট্র  

ইন্দো-প্যাসিফিক রিজিয়নে বিধ্বংসী শক্তি চীন।।যুক্তরাষ্ট্র   

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। সেই তালিকায় প্রথম সারিতেই আছে চীন।আর তারই জের ধরে ইন্দো-প্যাসিফিক রিজিয়নে বেইজিংকে বিধ্বংসী শক্তি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। ইউএস প্যাসিফিক কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল হ্যারি হ্যারিস একথা বলেন।নয়াদিল্লিতে রাইসিনা ডায়লগে একটি প্যানেল আলোচনার সময় তিনি একথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লান্বা, জাপানের অ্যাডমিরাল কাৎসুতোশি কাওয়ানো, এবং অস্ট্রেলিয় নেভি চিফ ভাইস-অ্যাডমিরাল টিম ব্যারেট।


প্রসঙ্গত, একদিকে পূর্ব চীন সাগরে জাপানের সঙ্গে যেমন বেইজিংয়ের বিবাদ রয়েছে তেমনই বিতর্কিত দক্ষিণ চীন সাগরে তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই, ফিলিপিন্সের সঙ্গেও সমস্যা রয়েছে তাদের।এ ব্যাপারে অ্যাডমিরাল সুনীল লান্বা জানান, ২০০৮ সাল থেকে ভারত মহাসাগরে চীন সক্রিয়। অন্যদিকে, জাপানের অ্যাডমিরাল কাৎসুতোশি কাওয়ানো জানান, ইন্দো-প্যাসিফিক রিজিয়নে চীন ক্রমাগত তাদের অবস্থার পরিবর্তন করে চলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন