News71.com
 International
 19 Jan 18, 11:55 AM
 153           
 0
 19 Jan 18, 11:55 AM

প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

আন্তর্জাতিক ডেস্কঃ প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।আজ শুক্রবার এ তথ্য জানিয়ে আরডার্ন বলেছেন, জুনে সন্তানের প্রসবের পর তিনি ছুটিতে যাওয়ার পরিকল্পনা করছেন।তিনি আরো বলেন, ব্যক্তিগত দৃষ্টি ভঙ্গিতে, মা হিসেবে আমার নতুন ভূমিকার ব্যাপারে আমি বেশ অগ্রসর। তবে প্রধানমন্ত্রী হিসেবে আমার কাজ ও দায়িত্বের প্রতিও আমি সমান দৃষ্টি দিচ্ছি।

এক ইমেইল বার্তায় আরডার্ন জানিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার পর ছয় সপ্তাহের ছুটিতে যাবেন তিনি।এই সময়ের জন্য তিনি উপপ্রধানমন্ত্রী উইনস্টন পিটার্সের কাছে দায়িত্বভার অর্পণ করবেন।নিউজিল্যান্ডের ইতিহাসে এই প্রথম দেশটির কোনো প্রধানমন্ত্রী মা হতে যাচ্ছেন।এটা রীতিমতোই মাইলফলক।এর আগে ১৯৯০ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভু্ট্টো ক্ষমতায় থাকাকালে সন্তানের জন্ম দিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন