আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মুর আর এস পুরা সেক্টরকে লক্ষ্য করে এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। বছরের শুরু থেকেই এই ধারা অব্যাহত রেখেছে সেনা। আজ শুক্রবার সকালেও একই ছবি ধরা পড়ে উপত্যকায়। প্রসঙ্গত,গতকাল থেকেই আরএস পুরা সেক্টরে পাকিস্তান হানা দেয়। গত বুধবার মধ্যরাতে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানি সেনার গুলিতে শহিদ এক বিএসএফ জওয়ান এবং এক কিশোরী। গুলিতে জখম আরো এক বিএসএফ জওয়ানকে স্থানীয় সেনা হাসপাতালে ভরতি করা হয় বলে জানা যায়। মোট ৬জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা যায়,গত বুধবার গভীর রাতে আরএস পুরো সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে নির্বিচারে গুলি ছুড়তে থাকে পাকিস্তানি সেনা। পাকিস্তানি সেনার গুলির জবাবে পালটা ভারতীয় সেনাও গুলি চালাতে শুরু করে। দীর্ঘক্ষণ চলে দুপক্ষের গুলির লড়াই। গত বুধবার মধ্যরাতে বিনা প্ররোচনায় পাকিস্তানি সেনার গুলিতে ঘায়েল হন দুই জওয়ান। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই এক জওয়ানের মৃত্যু হয়।