আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের একটি সামরিক মালবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪ সেনার মৃত্যু হয়েছে।গতকাল বুধবার দেশটির ইস্পার্তা প্রদেশে প্রশিক্ষণ চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়।তুর্কি সশস্ত্র বাহিনী জানিয়েছে বিমানে ৩ জন পাইলট ও একজন টেকনিশিয়ান ছিলেন।ইগিরদির হ্রদের কাছে বিমানটি বিধ্বস্ত হলে এর ৪ জন আরোহীই নিহত হন।তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।গ্রিনিচ সময় ০৯৫০ এর দিকে বিমানটির সঙ্গে সকল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেদিকে বেশ কয়েকটি জরুরি উদ্ধারকারী দল রওয়ানা হয়েছে।