News71.com
 International
 18 Jan 18, 10:31 AM
 157           
 0
 18 Jan 18, 10:31 AM

তুরস্কের সামরিক মালবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত।

তুরস্কের সামরিক মালবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত।

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের একটি সামরিক মালবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪ সেনার মৃত্যু হয়েছে।গতকাল বুধবার দেশটির ইস্পার্তা প্রদেশে প্রশিক্ষণ চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়।তুর্কি সশস্ত্র বাহিনী জানিয়েছে বিমানে ৩ জন পাইলট ও একজন টেকনিশিয়ান ছিলেন।ইগিরদির হ্রদের কাছে বিমানটি বিধ্বস্ত হলে এর ৪ জন আরোহীই নিহত হন।তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।গ্রিনিচ সময় ০৯৫০ এর দিকে বিমানটির সঙ্গে সকল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেদিকে বেশ কয়েকটি জরুরি উদ্ধারকারী দল রওয়ানা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন