আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান যেন তাদের আচরণ পরিবর্তন করে সেজন্য তাদের ওপর অবশ্যই চাপ বাড়াতে থাকবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি আজ বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন। আফগানিস্তানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পরিদর্শনের পর সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন নিকি হ্যালি। তিনি বলেন, পাকিস্তানের ওপর চাপ বাড়াতে জাতিসংঘের ১৫ সদস্য দেশের কাছে আহ্বান জানিয়েছে আফগানিস্তান। নিকি হ্যালি আরও বলেন, নিজেদের আচরণ পরিবর্তন করতে এবং আলোচনার টেবিলে বসতে পাকিস্তানের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করার আহ্বান জানিয়েছে তারা।চলতি মাসের শুরুতে পাকিস্তানকে ২ বিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা স্থগিত করেছে। পাকিস্তান নিজেদের মাটিতে সন্ত্রাস ও জঙ্গীবাদকে আশ্রয় দিয়েছে এবং তাদের সহায়তা দিচ্ছে এমন অভিযোগ এনে তাদের সহায়তা দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।