News71.com
 International
 18 Jan 18, 03:56 AM
 148           
 0
 18 Jan 18, 03:56 AM

বিতাড়িত হওয়ার এক মাস পর আবারও ইরাকে আইএসের হুমকি।।

বিতাড়িত হওয়ার এক মাস পর আবারও ইরাকে আইএসের হুমকি।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামিক স্টেট গ্রুপ নিয়ে বাগদাদের বিজয় ঘোষণার এক মাস পর ইরাকের বিশেষ করে সিরিয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা এখন আবার তারা দখলে নিতে পারে। বিশেষজ্ঞ ও কর্মকর্তারা একথা জানান।আধা-সামরিক শাখা হাশেদ আল-শাবি’র কমান্ডার আলী আল-বয়াতি জানান, ইরাকের উত্তরাঞ্চলীয় নিমরুদ অঞ্চল যেকোন সময় আইএস জঙ্গিরা দখল করে নিতে পারে, কারণ সেখানে নিরাপত্তা ব্যবস্থা অনেক দূর্বল।গত জুলাই মাসে বাগদাদ কর্তৃপক্ষ অনেক ঘটা করে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলের পার্শ্ববর্তী এ অঞ্চল জঙ্গি মুক্ত ঘোষণা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন