News71.com
 International
 18 Jan 18, 11:53 AM
 190           
 0
 18 Jan 18, 11:53 AM

রাশিয়ায় সর্বকালের সর্বনিম্ন তাপমাত্রা ।। মাইনাস ৬৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড  

রাশিয়ায় সর্বকালের সর্বনিম্ন তাপমাত্রা ।। মাইনাস ৬৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড   

আন্তর্জাতিক ডেস্কঃ সারাদেশে যখন তাপমাত্রা রেকর্ডসম কমে যায়, বিশেষ করে ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন ২ দশমিক ৬৬ ডিগ্রিতে নামে-প্রবল এই শীতে সবারই নাজেহাল অবস্থা।এবার চিন্তা করুন তাপমাত্রা যখন মাইনাস এবং তা মাইনাস ৬৭ ডিগ্রি সেন্টিগ্রেড, তখন কী অবস্থা হতে পারে।রাশিয়ার প্রত্যন্ত ইয়াকুটিয়া অঞ্চলে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৬৭ ডিগ্রি সেলসিয়াসে।তাপমাত্রার এই ভয়াবহ অবনমনে চোখের পাতায়ও জমে যাচ্ছে বরফ।রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৫ হাজার ৩০০ কিলোমিটার পূর্বে ইয়াকুটিয়া অঞ্চলের বিভিন্ন এলাকায় গতকাল বুধবার তাপমাত্রা রেডর্ক করা হয় মাইনাস ৬৭ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ৮৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট)।উল্লেখ্য, ২০১৩ সালে ওয়াইমায়াকনে সর্বকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। ওই বছর সেখানে তাপমাত্রা পৌঁছেছিল মাইনাস ৭১ ডিগ্রি সেলসিয়াসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন