আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের খড়গপুরে দ্রুত গতিতে থাকা একটি যাত্রীবাহী বাস উল্টে ৬ জনের মৃত্যু হয়েছে৷আজ বুধবার বিকেল ৫ টা নাগাদ ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্রামীণ থানা এলাকায়।ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২৬ জন বাসযাত্রী৷তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷কয়েকজনকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়৷ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক৷তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, আজ বিকেলে সোনাকনিয়া থেকে মেদিনীপুরমুখী একটি যাত্রী বোঝায় বাস দ্রুতগতিতে যাচ্ছিল৷সতকুইয়ের কাছে আচমকায় গাড়ির স্টিয়ারিং কেটে যায়৷ তারই জেরে দ্রুতগতিতে বাসটি জাতীয় সড়কের পাশে থাকা গভীর নয়নজুলিতে গিয়ে পড়ে৷ প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বাসের জানালার ধারে থাকা কয়েকজন এমনভাবে পড়েন, যে ঘটনাস্থলেই বাসের জানলায় কাটা পড়ে মৃত্যু হয় তাঁদের৷