News71.com
 International
 17 Jan 18, 09:45 AM
 118           
 0
 17 Jan 18, 09:45 AM

বরফ গলল বিশ্বের দুই বৈরী ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র উত্তর ও দক্ষিণ কোরিয়ার

বরফ গলল বিশ্বের দুই বৈরী ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র উত্তর ও দক্ষিণ কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে বরফ গলল বিশ্বের দুই বৈরী রাষ্ট্র উত্তর ও দক্ষিণ কোরিয়ার।আগামী মাসে সিউলে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে এক পতাকা তলে আসছে এ দুই দেশ।উভয় কোরিয়া ঘোষণা দিয়ে বলছে, শীতকালীন অলিম্পিকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা এক পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করবে বলে দুই দেশের কর্মকর্তা ঐক্যমতে পৌঁছেছেন।যুদ্ধবিরতি গ্রাম পানমুনজমে বিরল বৈঠকের পর উত্তর ও দক্ষিণের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।


একই সঙ্গে আসন্ন শীতকালীন অলিম্পিকে দুই কোরিয়ার নারী খেলোয়াড়দের নিয়ে একটি যৌথ আইস হকি দল গঠনেও রাজি হয়েছেন তারা।দুই বছরের বেশি সময় পর এ প্রথমবারের মতো উত্তর ও দক্ষিণের উচ্চ পর্যায়ের কর্মকর্তা বৈঠক করলেন। দক্ষিণ কোরিয়ার পিওংচ্যাংয়ে আগামী ৯ থেকে ২৭ ফেব্রুয়ারি এবারের শীতকালীন অলিম্পিক গেম অনুষ্ঠিত হবে।তবে উত্তর ও দক্ষিণের মধ্যে দীর্ঘদিনের বৈরী সম্পর্কের বরফ গলাকে সন্দেহের চোখে দেখছে জাপান। টোকিও বলছে, পিয়ংইয়ংয়ের আক্রমণাত্মক অবস্থানের নমনীয়তায় বিশ্বের অন্ধ হওয়া উচিত হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন