News71.com
 International
 17 Jan 18, 06:19 AM
 118           
 0
 17 Jan 18, 06:19 AM

ভারতের তামিলনাড়ুতে জালিকাট্টু খেলায় নিহত ৪ জন।

ভারতের তামিলনাড়ুতে জালিকাট্টু খেলায় নিহত ৪ জন।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তামিলনাড়ু রাজ্যে জালিকাট্টু খেলা দেখার সময় ষাঁড়ের আক্রমণে কমপক্ষে ৪ নিহত হয়েছেন।৪ জন নিহত ছাড়াও আরো ৬৫ জন এই সময় আহত হয়।জালিকাট্টু হচ্ছে তামিলনাড়ুর শত শত বছরের পুরোনো একটি খেলা যা জানুয়ারি মাসে পোঙ্গল নামে ফসল-ওঠার উৎসবের সময় অনুষ্ঠিত হয়।ষাঁড়ের শিং-এর সঙ্গে নানা রকম পুরস্কার বেঁধে তাকে ছেড়ে দেয়া হয়।আর হাজার হাজার লোকে ষাঁড়টিকে তাড়া করে সেগুলো খুলে নেবার চেষ্টা করে।এ সময় ধাবমান ষাঁড়ের গুঁতোয় বা খুরের আঘাতে বহু লোকের মৃত্যুও হয়। প্রতিযোগিতার নিয়ম হলো, কেউ যদি ষাঁড়ের কাঁধ ধরে ঝুলে থেকে ১৫-২০ মিটার পার করতে পারে বা ষাঁড়ের তিনটি লাফ টিকে থাকতে পারে তাহলে সে জয়ী হয়।কেউ তা না পারলে ষাঁড়টিই জয়ী হবে।প্রাণীর প্রতি নিষ্ঠুরতার কারণ দেখিয়ে ২০১৪ সালে তামিলনাড়ুতে জালিকা্ট্টু নিষিদ্ধ করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এ নিয়ে রাজ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হলে কেন্দ্রীয় সরকার দু’বছর পর এটা আবার চালু করার অনুমতি দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন