News71.com
 International
 17 Jan 18, 02:24 AM
 112           
 0
 17 Jan 18, 02:24 AM

ভবিষ্যতে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আরও শক্তিশালী হবে।। জেনারেল সালেহি  

ভবিষ্যতে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আরও শক্তিশালী হবে।। জেনারেল সালেহি   

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নিজেদের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে ইরান।তারই জের ধরে সম্প্রতি পেন্টাগনকে চ্যালেঞ্জ ছুঁড়ে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল সালেহি। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেনারেল সালেহি বলেন, মার্কিন নিষেধাজ্ঞাকে মেনে নেয়নি ইরান।এমনকি আগামিদিনে এমন কোনো ইচ্ছাও নেই। ইরান তার নিজ কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে উল্লেখ করে তিনি আরও জানান, ভবিষ্যতে ইরানের ক্ষেপণাস্ত্র আরও শক্তিশালী হবে।এবং সেগুলো যাতে লক্ষ্যবস্তুতে আরও সুনির্দিষ্ট ভাবে আঘাত হানতে সক্ষম হয় তাতে আরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পকে কেন্দ্র করে গতমাসে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা বাস্তবায়নের একদিন পরই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন