News71.com
 International
 16 Jan 18, 11:09 AM
 116           
 0
 16 Jan 18, 11:09 AM

বুধবার থেকে ফের সচল হচ্ছে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট-ভিসার কাজ

বুধবার থেকে ফের সচল হচ্ছে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট-ভিসার কাজ

 

আন্তর্জাতিক ডেস্কঃ টানা ২১ দিন কার্যক্রম বন্ধ থাকার পর বুধবার থেকে ফের দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত কার্যক্রম সচল হচ্ছে। যান্ত্রিক ত্রুটির অবসান হয়েছে উল্লেখ করে কনস্যুলেটের প্রথম সচিব(শ্রম) একেএম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সামায়িকভাবে বন্ধ থাকা সেবাগুলো আমরা ১৭ জানুয়ারি থেকে আবারও দিতে পারব। পাসপোর্ট ও ভিসা ইস্যু সংক্রান্ত সকল প্রকার সেবা গ্রহণের জন্য প্রবাসীরা বুধবার থেকে আবারও যোগাযোগ শুরু করতে পারবেন।উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে উক্ত সেবা প্রদান প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর জন্য বাংলাদেশ কনস্যুলেট জেনারেল হতে বিজ্ঞপ্তি প্রকাশ করে দুঃখ প্রকাশ করেন কনস্যুলেটের সংশ্লিষ্ট দপ্তর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন