News71.com
 International
 16 Jan 18, 11:51 AM
 135           
 0
 16 Jan 18, 11:51 AM

পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব।। পোপ ফ্রান্সিস

পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব।। পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্কঃ পারমাণবিক যুদ্ধের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। ক্ষমতাধর দেশগুলো তাদের শক্তি প্রদর্শনে ব্যস্ত, পাশাপাশি চলছে ভয়ংঙ্করসব মহড়া। এরই মাঝে খ্রিষ্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে বর্তমান বিশ্ব।গতকাল সোমবার ল্যাটিন আমেরিকার দেশ চিলি সফরে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।পোপ ফ্রান্সিস বলেন, আমি মনে করি আমরা যুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে রয়েছি। আমি আসলেই এ বিষয়টি নিয়ে শঙ্কিত। সবকিছু ধ্বংস করে দেয়ার জন্য এ একটি দুর্ঘটনাই যথেষ্ঠ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন