News71.com
 International
 16 Jan 18, 11:50 AM
 113           
 0
 16 Jan 18, 11:50 AM

জাপানের জলসীমায় ভেসে আসা নৌকা থেকে ৮ ভিনদেশীর লাশ উদ্ধার।।

জাপানের জলসীমায় ভেসে আসা নৌকা থেকে ৮ ভিনদেশীর লাশ উদ্ধার।।

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের মধ্যাঞ্চলীয় উপকূল জলসীমায় ভেসে আসা একটি ভাঙ্গা নৌকা থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এটি উত্তর কোরিয়ার নৌকা বলে ধারণা করা হচ্ছে।আজ মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়।গত সপ্তাহ জাপানের মধ্যাঞ্চলীয় কানাজাওয়ায় ভেসে আসা ওই নৌকার ভিতর থেকে কোস্টগার্ড সদস্যরা সাতজনের লাশ উদ্ধার করে।তিনি আরো জানান, এ নৌকার প্রায় ১৫ মিটার দূর থেকে আরো একজনের লাশ উদ্ধার করা হয়।তিনি জানান, লাশগুলো পঁচা শুরু করায় এগুলো চিহ্নিত করা কঠিন হচ্ছে। লাশটি পঁচে গিয়েছিল।জাপান কোস্টগার্ড জানায়, গত বছর রেকর্ড সংখ্যক উত্তর কোরিয়ার মাছ ধরা নৌকা জাপানের জলসীমায় ভেসে আসে। ২০১৬ সালে এ সংখ্যা ৬৬ হলেও গত বছর এ সংখ্যা ছিল ১০৪।জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে।কিন্তু তা সত্ত্বেও জাপানের কোস্টগার্ড সদস্যরা দেশটির জলসীমায় দুর্ঘটনা কবলিত উত্তর কোরীয় জেলেদের উদ্ধার করে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন