আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ায় একটি নির্মাণাধীন ব্রিজধসে পড়ার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।আজ মঙ্গলবার কলম্বিয়ার কেন্দ্রীয় অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে।মেটা এলাকার বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থার পরিচালক জর্জ দিয়াজ জানিয়েছেন, ব্রিজধসে হতাহতরা নির্মাণ শ্রমিক ছিল।তারা ব্রিজধসে পড়ার কারণে ২৮০ মিটার নিচে পড়ে যান। দুর্ঘটনার সময় ব্রিজটিতে ২০ জন শ্রমিক কাজ করছিলেন।দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়েছে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।