News71.com
 International
 16 Jan 18, 11:31 AM
 104           
 0
 16 Jan 18, 11:31 AM

আফগানিস্তানের কাবুলে ভারতীয় দূতাবাসে রকেট হামলা।।  

আফগানিস্তানের কাবুলে ভারতীয় দূতাবাসে রকেট হামলা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কাবুলে ভারতীয় দূতাবাসে রকেট হামলা চালানো হয়েছে। গতকাল সোমবার রাতে চালানো এ হামলায় দূতাবাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন,ওই রকেটের আঘাতে কাবুলে ভারতীয় দূতাবাসের বিল্ডিংয়ের সামনের দিকটি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে,কর্মীরা নিরাপদে রয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট করে এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,ভারতের কূটনীতিবিদ এবং কর্মীরা একেবারেই সুরক্ষিত রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন