আন্তর্জাতিক ডেস্কঃ পেরুতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।দেশের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ৪ নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।ভূমিকম্পের আঘাতে বেশ কিছু বাড়ি-ঘর এবং রাস্তা-ঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার রাত ৯টা ১৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। পেরুর আরেকুইপার আকারি শহর থেকে ৪০ কিলোমিটার দূরবর্তী এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।