News71.com
 International
 14 Jan 18, 07:00 AM
 108           
 0
 14 Jan 18, 07:00 AM

চীনের পূর্ব উপকূলে দুর্ঘটনার শিকার তেলবাহী ট্যাঙ্কার ।। প্রাণহানির শঙ্কা ২ বাংলাদেশিসহ ৩২ ক্রুর

চীনের পূর্ব উপকূলে দুর্ঘটনার শিকার তেলবাহী ট্যাঙ্কার ।। প্রাণহানির শঙ্কা ২ বাংলাদেশিসহ ৩২ ক্রুর

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের পূর্ব উপকূলে দুর্ঘটনার শিকার তেলবাহী ইরানের সেই ট্যাঙ্কারটি অবশেষে ডুবে গেছে। গত ৬ জানুয়ারি সাংহাই উপকূল থেকে ১৬০ নটিক্যাল মাইল দূরে একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে দক্ষিণ কোরিয়াগামী ওই তেল ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। পরে ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়।আজ রোববার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায় দুর্ঘটনার কবলে পড়া ইরানের তেলবাহী ট্যাঙ্কারটি জ্বলতে জ্বলতেই ডুবে গেছে। আজ রোববার ইরানের এক কর্মকর্তা বলেছেন, এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বলতে থাকা ট্যাঙ্কারটি ডুবে যাওয়ায় ৩২ ক্রুর বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই। ট্যাঙ্কারটিতে বাংলাদেশি দুই ক্রু ছিলেন।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে দেশটির উদ্ধারকারী দলের মুখপাত্র মোহাম্মদ রাস্তাদ বলেন, ক্রু সদস্যদের জীবিত উদ্ধারের কোনো আশা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন