আন্তর্জাতিক ডেস্কঃ বাগদাদের উত্তরাঞ্চলীয় একটি ব্যস্ত চেক পয়েন্টে আত্মঘাতী বোমা হামলায় ৮ জন নিহত ও অন্তত ২৪ জন আহত হয়েছে। আজ রবিবার পুলিশ ও হাসপাতালের বরাত দিয়ে সুত্র এ খবর নিশ্চিত করেছে। জানা গেছে,উত্তর বাগদাদের আশেপাশে একটি ব্যস্ততম রাস্তায় পুলিশের চেকপোস্ট লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। আত্মঘাতী এ হামলার দায় এখন পর্যন্ত কোনো দল স্বীকার করেনি। ইরাকের নিরাপত্তা বাহিনী ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি নিজেদের কব্জায় নেওয়ায় গত কয়েক মাসে দেশটিতে বোমা হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। চরমপন্থী এ দলটি গতবছর বাগদাদে বেশিরভাগ বোমা হামলা ঘটিয়েছিলো। এখনো দেশটির বিভিন্ন স্থানে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে।