News71.com
 International
 13 Jan 18, 11:58 AM
 108           
 0
 13 Jan 18, 11:58 AM

চীন শক্তিশালী হতে পারে কিন্তু ভারত দুর্বল নয় ।।ভারতের সেনাপ্রধান

চীন শক্তিশালী হতে পারে কিন্তু ভারত দুর্বল নয় ।।ভারতের সেনাপ্রধান

 


আন্তর্জাতিক ডেস্কঃ ভারত দুর্বল দেশ নয়। ভারত ভূখণ্ডে হানাদারি মেনে নেওয়া হবে না। চীনের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।একই সঙ্গে তিনি বলেছেন, রাসায়নিক, জৈব, তেজস্ক্রিয় ও পরমাণু অস্ত্রের বিপদ সম্পর্কে আশঙ্কা ক্রমশ বাস্তব হচ্ছে। তার মতে, জঙ্গি-সন্ত্রাসবাদীদের থেকেই এই বিপদ আসতে পারে।আজ শনিবার এক সাংবাদিক সম্মেলনে জেনারেল রাওয়াত পাকিস্তানের চেয়েও চীন বড় বিপদ বলে ইঙ্গিত করেছেন। তিনি বলেন, পশ্চিমপ্রান্ত থেকে সরিয়ে এবার উত্তরের দিকে নজর দেওয়ার সময় এসেছে। যে কোন বিদেশি আগ্রাসনের মোকাবিলা করতে সামরিক বাহিনী প্রস্তুত। এই অঞ্চলে চীনের অগ্রগতি প্রতিহত করার ক্ষমতা রাখে বাহিনী।

 

উল্লেখ্য, চীন সাম্প্রতিককালে ভারতের বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রকে বিপুল আর্থিক সহযোগিতা দিয়ে নিজেদের পক্ষে টানার চেষ্টা করছে। এ প্রসঙ্গে সেনাপ্রধানের মন্তব্য, ভারত তা হতে দেবে না। তিনি বলেন, চীন শক্তিশালী হতেই পারে। তাই বলে ভারত কোন অংশে দুর্বল নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন