আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মুম্বাই উপকূলে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন (ওএনজিসি)এর পাঁচ কর্মী ও দুই পাইলটকে নিয়ে একটি পবন হংস হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।এই ঘটনায় ওএনজিসির এক কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন।আজ শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে জুহু থেকে ওএনজিসির পাঁচ কর্মী ও দুই পাইলটকে নিয়ে মুম্বাই হাই নর্থ ফিল্ডের উদ্দেশে রওনা হয়েছিল সাত বছরের পুরনো ভিটিপিডব্লিউএ ডফিন এএস ৩৬৫ এন ৩ হেলিকপ্টারটি।কিন্তু জুহু থেকে ওড়ার মিনিট পনেরোর মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন হেলিকপ্টাটির অবস্থান ছিল মুম্বাই থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে।
হেলিকপ্টারের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা সামনে আসতেই উদ্ধারকাজে নামে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ আইএনএস তেগ ও পি৮আই বিমান।ভেঙে পড়ার ঘণ্টা চারেক পরেই মুম্বাই উপকূলের অদূরেই উপকূলরক্ষীবাহিনী হেলকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করে।কোস্টগার্ড জানায়, নিহত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।দুজনের পরিচয় শনাক্ত করা গিয়েছে।