আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকায় বাংলাদেশি আমেরিকান আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন অব ইউএসএ,ইনক-এর নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর জ্যাকসন হাইটসে ল’ সোসাইটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় আগামী দিনের পরিকল্পনা এবং কাজের ধরন সম্পর্কে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট কাজী সামশুদ্দোহা। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান হিমেল।
সভায় ৫ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এর বাইরে একাধিক ব্যাংক হিসাবের পরিবর্তে একটি মাত্র ব্যাংক হিসাবের মাধ্যমে সোসাইটির কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানে প্রবাসে বাংলাদেশিদের নাগরিক ও আইনী অধিকার সম্পর্কে ধারণা সৃষ্টি এবং সচেতন করে তুলতে নানা সভা সেমিনার এবং অ্যাটর্নিদের সংবর্ধনাসহ নানা কাজের পরিধি বিস্তার নিয়ে আলোচনা হয়।