News71.com
 International
 13 Jan 18, 04:46 AM
 103           
 0
 13 Jan 18, 04:46 AM

পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে।।সেনাপ্রধান কামার জাভেদ

পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে।।সেনাপ্রধান কামার জাভেদ

আন্তর্জাতিক ডেস্কঃ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। বছরের শুরুতেই পাকিস্তানকে আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই দুই দেশের মধ্যে চলছে বাকযুদ্ধ। আর তারই জের ধরে শুক্রবার পাক সেনাপ্রধান যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করলেন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্ষবরণের শুরুতেই পাকিস্তানকে সরাসরি মিথ্যেবাদী বলে আক্রমণ করেছিলেন।তিনি অভিযোগ করেন, আফগানিস্তানে সন্ত্রাস এড়াতে জঙ্গি নিকেশের জন্য অভিযান চালাচ্ছে মার্কিন সেনা। কিন্তু পাকিস্তান নিজের দেশে তাদেরকে আশ্রয় দিচ্ছে। অপরদিকে, আফগান তালিবান এবং হাক্কানি নেটওয়ার্ক আফগানিস্তানে মার্কিন সেনাদের উপরে হামলা চালাচ্ছে।এর পরই ট্রাম্প পাকিস্তানকে আর্থিক অনুদান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার সেই বিষয়টি নিয়েই মুখ খুললেন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। তিনি বলেন, পাকিস্তানে আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সেই বিষয়টি নিয়ে কোনো পুনর্বিবেচনা চায় না পাকিস্তান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন